নতুন আচরণ বিধি না মানলে আইপিএল থেকে সাসপেনশন, মোটা অঙ্কের জরিমানা! রোহিতদের আর কী ফতোয়া দিল বোর্ড?

28

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৭ জানুয়ারি, নয়াদিল্লি: ভারতীয় দলের ‘বিশৃঙ্খলা’ রুখতে ১০ দফা ফতোয়া জারি করেছে বিসিসিআই। বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ক্রিকেটার যদি বোর্ডের ১০ নিয়ম অমান্য করেন তা হলে তাঁর আইপিএল খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। হতে পারে জরিমানাও। বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।

এর ফলে ক্রিকেটারেরা ঘরোয়া ক্রিকেটের পরিবেশের মধ্যে থাকবে, ম‍্যাচ ফিটনেস থাকবে এবং এর ফলে ঘরোয়া ক্রিকেটের মান আরও উন্নত হবে। তরুণ ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার জন্যেও সিনিয়রদের ঘরোয়া ক্রিকেট খেলা প্রয়োজন। কোনও ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলতে না পারলে আগে থেকে কারণ জানাতে হবে।

নির্বাচক প্রধানের অনুমতি নিতে হবে। ঘরোয়া ক্রিকেটের উপরেও নির্ভর করবে জাতীয় দলে সুযোগ পাওয়া। দলের সঙ্গেই চলাফেরা করতে হবে সকল ক্রিকেটারদের। ম্যাচ হোক বা প্র্যাকটিস-আলাদা করে বা পরিবারের সঙ্গে যেতে পারবেন না ক্রিকেটাররা। একমাসের বেশি বিদেশ সফরে গেলে সর্বোচ্চ তিনটি সুটকেস এবং দুটি কিট ব্যাগ নিয়ে যেতে পারবেন।

দেশের মাটিতে সিরিজ হলে সর্বোচ্চ দুটি সুটকেস নেওয়া যাবে। কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের ব্যক্তিগত সচিব, নিরাপত্তারক্ষীরা দলের সঙ্গে থাকতে পারবেন না। ইচ্ছামতো প্র্যাকটিস ছেড়ে বেরিয়ে আসা যাবে না। সিরিজ চলাকালীন ব্যক্তিগত ফটোশুট বা বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটাররা।ক্রিকেটাররা যদি ৪৫ দিনের বেশি ভারতের বাইরে থাকেন তাহলে মাত্র একবার তাঁর স্ত্রী এবং ১৮ বছরের কম বয়সি সন্তান যেতে পারে বিদেশ সফরে। সর্বাধিক ১৪ দিনের জন্য থাকতে পারেন তাঁরা। কেবল এই সময়টুকুর জন্য পরিবারের থাকার ব্যবস্থা করবে বোর্ড। বাকি খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে।

বিসিসিআইয়ের অফিসিয়াল ফটোশুট এবং অন্যান্য অনুষ্ঠানে ক্রিকেটারদের হাজিরা বাধ্যতামূলক। যদি কোনও ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলেও ক্রিকেটারদের নির্দিষ্ট সময়ে একসঙ্গেই ফিরতে হবেবোর্ডের এই ১০ দফা নির্দেশিকার কোনওটা যদি লঙ্ঘন হয়, তাহলে কঠোর পদক্ষেপ করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে। বোর্ডের নিয়ম না মানলে তা শৃঙ্খলাভঙ্গ হিসাবে দেখা হবে, যার শাস্তি আইপিএল থেকে নির্বাসন। কাটা হতে পারে বার্ষিক চুক্তির টাকা এবং ম্যাচ ফি-ও। তবে কোচ এবং প্রধান নির্বাচককে আগাম জানিয়ে রাখলে শাস্তি এড়ানো সম্ভব।