খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, কলকাতা: মানুষের রক্ত দিয়ে ‘রাজনৈতিক হোলি’ খেলা বন্ধ করতে হবে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে সোমবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে কমিশনের উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হিংসা বন্ধে কড়া পদক্ষেপ করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। এদিন বাসন্তী থেকে ফেরার পথে ক্যানিংয়ে সেচ দপ্তরের অতিথিনিবাসে বিশ্রাম নেন রাজ্যপাল। সেখানে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘মানুষের রক্ত নিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ করতে হবে। আমি হিংসাদীর্ণ বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। আমি দোষ খুঁজতে নয়, প্রকৃত তথ্য জানতে ওই সব এলাকা ঘুরেছি।’’
এর পরই রাজ্য নির্বাচন কমিশনকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন রাজ্যপাল। বলেন, ‘বিভিন্ন জায়গা পরিদর্শন করে আমি আমার কিছু মতামত রাজ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছি। জেলায় জেলায় কারা হিংসা ছড়াচ্ছে তাও আমার কাছে মোটামুটি স্পষ্ট। আমি রাজ্য নির্বাচন কমিশনারকে হিংসা বন্ধ করতে অনুরোধ করব। তাদের আমি ৪৮ ঘণ্টা সময় দেব। ”