খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৩ জুলাই, ভোপালঃ দলিত যুবকের গোটা শরীরে মানুষের মলমূ্ত্র মাখানোর অভিযোগ উঠল। মধ্যপ্রদেশের ছতরপুরের ঘটনা। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম রামকৃপাল পটেল। তিনি ওবিসি সম্প্রদায়ের। তিনি বিকাউরা গ্রামের দলিত সম্প্রদায়ের দশরথ আহিরওয়ারকে নিগ্রহ করেন বলে অভিযোগ।
জানা গিয়েছে, শুক্রবার ছতরপুর জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে বিকাউরা গ্রাম পঞ্চায়েত এলাকায় নালা তৈরির কাজ করছিলেন দশরথ। পাশেই থাকা টিউবওয়েলে স্নান করছিলেন রামকৃপাল। ভুলবশত নির্মাণ কাজে ব্যবহৃত গ্রিজ মাখা হাত লেগে যায় রামকৃপালের গায়ে।
দশরথের অভিযোগ, এর পরেই একটি মগে করে মানুষের মলমূত্র এনে তাঁর গোটা শরীরে ঢেলে দেন রামকৃপাল। দশরথের দাবি, দলিত বলেই তাঁর উপরে এই অত্যাচার হয়েছে।
দশরথের আরও দাবি, শুক্রবার তিনি বিষয়টি নিয়ে পঞ্চায়েতে নালিশ জানাতে গিয়েছিলেন। কিন্তু উল্টে পঞ্চায়েতই তাঁর উপর ৬০০ টাকা জরিমানা ধার্য করে। দশরথ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রামকৃপালকে আটক করে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে।