শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভের ডাক দার্জিলিং জেলা সিপিআইএমের

15

শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ ফের শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দার্জিলিং জেলা সিপিআইএমের।এবার সেই অভিযোগ তুলেই আগামী ২৯শে নভেম্বর শিলিগুড়ি পৌরনিগমের বাইরে অবস্থান বিক্ষোভের ডাক দিল দার্জিলিং জেলা সিপিআইএম। মঙ্গলবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে সেই কথাই জানালেন দার্জিলিং জেলা সিপিআইএমের আহবায়ক জীবেশ সরকার। এছাড়াও এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিআইএমের সম্পাদক সমন পাঠক ও শিলিগুড়ি পৌরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর মুন্সী নুরুল ইসলাম।

এদিন সাংবাদিক বৈঠকে দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবের সরকার বলেন, জল সমস্যা শিলিগুড়ি পৌরনিগমে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও পৌরনিগমের তরফে একাধিক বিষয়ে দুর্নীতি উঠে আসছে। বিরোধীরা সেই বিষয় নিয়ে বোর্ড মিটিংয়ে কথা তুললে তাদের ধমক দিয়ে চুপ করিয়ে দেওয়া হচ্ছে।এক কথায় বলতে গেলে কন্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের। এছাড়াও জলের ট্যাক্স, অবৈধ নির্মাণ সহ বেশ কিছু বিষয় চলছে দুর্নীতি। এহেন পরিস্থিতিতে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব কে কিছু বললে তিনি তার সদুক্তর দিতে পারছেন না। যা স্পষ্ট করছে পৌরনিগমের ব্যর্থতা। তাই আগামী ২৯-শে নভেম্বর শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন থেকে দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষদের সঙ্গে নিয়ে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে দার্জিলিং জেলা সিপিআইএমের তরফে। যেই মিছিল শিলিগুড়ি পৌর নিগমের বাইরে গিয়ে সমাপ্ত হবে এবং সেখানে এক প্রতিবাদ সভা করা হবে জনসম্মুখে। যেখানে পৌরনিগমের ব্যর্থতা ও দুর্নীতির বিষয়গুলি তুলে ধরা হবে।