সোনারপুরে নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার তরুণীর নগ্ন দেহ!

23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ অগাস্ট, কলকাতাঃ নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তরুণীর নগ্ন পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার কুস্তিয়া এলাকায়।

জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কিছুদিন ধরে একটি বাড়ি তৈরির কাজ চলছে। এদিন এলাকার খুদেরা খেলতে খেলতে ওই বাড়ির ভিতরে চলে গেলে দুর্গন্ধ পায়। প্রচুর মাছিও ছিল সেখানে। এরপরই তারা বড়দের জানালে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ।

পুলিশ এসে সেপটিক ট্যাঙ্ক থেকে তরুণীর নগ্ন এবং পচন ধরা দেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই দেহ ময়নাতদ্নতের জন্য পাঠানো হয়েছে। মৃতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তরুণীকে তাঁরা চেনেন না। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ ফেলা হয়েছে সেপটিক ট্যাঙ্কে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।