খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ জুলাই, মালদা: রেল লাইনের পাশ থেকে উদ্ধার হল এক যুবকের পচাগলা দেহ। কালিয়াচকের ছাতরাগাছি রেল লাইনের পাশের ঘটনা। মৃত্যু যুবকের নাম এস কে হাবিব খান (২৩)। মোথাবাড়ি থানার মোথাবাড়ি শ্রীপুর খান পাড়ার বাসিন্দা ছিলেন তিনি।
জানা গিয়েছে, ভোটের ফলাফল ঘোষণার পরদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পর গত ১৫ তারিখ মোথাবাড়ি থানায় একটি নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেন তাঁর পরিবারের সদস্যরা।
তারপর গত ১৭ তারিখ একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। মুর্শিদাবাদে ধুলিয়ান থেকে ফোন করে মুক্তিপণ বাবদ টাকা চাওয়া হয় এবং একটি ফোন পে মোবাইল নম্বর দেওয়া হয়। যে নম্বর থেকে ফোন এসেছিল সেই ফোন নম্বর এবং ফোন পে নম্বর সহ মোবাইলের কল রেকর্ডিং তুলে দেওয়া হয় মোথাবাড়ি থানার হাতে।
তারপর বৃহস্পতিবার কালিয়াচক থানার ডাঙ্গার ছাতারগাছি এলাকায় রেল লাইনের পাশে একটি পচাগলা দেহ দেখতে পান স্হানীররা। খবর পেয়ে হাবিবের পরিবারের লোকজন সেখানে এসে মৃত্যু যুবকের পকেটে থাকা আধার ও ভোটার কার্ড দেখে দেহটি শনাক্ত করেন।
এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।