খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১২ জানুয়ারি, নয়াদিল্লি: রাতে ছোলা সেদ্ধ বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন দুই যুবক। সকালে ঘরের দরজা ভেঙে উদ্ধার হল তাঁদের দেহ। সারা রাতে ছোলা পুড়ে গিয়ে ধোঁয়ায় ভরে যায় ঘর। আর এই বিষাক্ত গ্যাসেই দুই যুবকের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনাটি নয়ডার সেক্টর ৭০ এলাকার। দুই যুবক একটি ভাড়াবাড়িতে থাকতেন। একজন উপেন্দ্র। বয়স ২২। আর এক জন শিবম। বয়স ২২।
নয়ডার ওই এলাকাতেই একটি খাবারের স্টল চালাতেন তাঁরা। বিক্রি করতেন ছোলে-ভাটুরে এবং কুলচা। দিনের বেলা দোকান চালাতেন। রাতে ভাড়া বাড়িতে খাবারের যতটা সম্ভব প্রস্তুত করে রাখতেন। পরদিন সকালে দোকানে বিক্রির জন্যই স্টোভে ছোলা সেদ্ধ করতে বসিয়েছিলেন তাঁরা। কিন্তু গ্যাস বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিলেন। তাতেই ঘটে গেল দুর্ঘটনা।
সকালে প্রতিবেশীরা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁদের উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। নয়ডা সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রাজীব গুপ্ত জানিয়েছেন, ছোলা সেদ্ধ হতে হতে একসময় তা পুড়ে যায়। ঘরের দরজা বন্ধ থাকায় ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে এবং গোটা ঘরটি ভরে যায়। ছোলার পুড়ে যাওয়া থেকে কার্বন মনোক্সাইড সৃষ্টি হয়, যা অক্সিজেনের অভাব তৈরি করে। এই বিষাক্ত ধোঁয়ার প্রভাবে দুই যুবক শ্বাসরোধ হয়ে মারা যান।