খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, জলপাইগুড়ি: কাঠ পাচার করতে গিয়ে বনকর্মীদের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা ঘিরে উত্তেজনা গয়েরকাটায়।
মৃতের নাম জিতেন রাভা (৪৫ )। জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের অন্তর্গত খট্টিমারি বনাঞ্চলের ঘটনা।
বন দপ্তর জানিয়েছে, জঙ্গল থেকে শালকাঠ কেটে সাইকেলে পাচার করছিলেন ওই ব্যক্তি। বনকর্মীরা বাধা দিলে তাঁদের ওপর চড়াও হন ওই ব্যক্তি। তখনই বনকর্মীরা শূন্যে গুলি চালান বলে দাবি বন দপ্তরের। যদিও গ্রাম বাসীদের দাবি, বন কর্মীদের গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জড়ো হন গ্রামবাসীরা। বনকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
গ্রামবাসীদের বক্তব্য, মৃত যুবক জ্বালানির কাঠ আনতে গিয়েছিলেন। তিনি কোনও কাঠ পাচারকারি নন। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার গ্ৰামীণ ওয়াংডেন ভুটিয়া, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিরাট পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে পুলিশদের ঘিরে বিক্ষোভ দেখান। এলাকায় উত্তেজনা থাকায় খুট্টি মারি বিট অফিসে পুলিশ পিকেট বসানো হয়।