খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ জুলাই, ধূপগুড়ি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ময়নাতলি এলাকার এশিয়ান হাইওয়ে ৪৮ এর উপর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ময়নাতলি এলাকার বাসিন্দা নারদ রায় (৫৫) সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক সে সময় ধূপগুড়ির দিক থেকে আসা দ্রুতগতির একটি ছোট চারচাকার গাড়ি তাঁকে ধাক্কা মারে।
ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। স্থানীয়রা এবং ধূপগুড়ির দমকল কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।