খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ জুন, কোচবিহার: জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার বিকাল সওয়া ছয়টা নাগাদ ঘটনাটি ঘটে বারোকোদালি ১ নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে। মৃতের নাম রহিম আলী(৪২)। বাড়ি বক্সিরহাট থানার মানসাই এলাকায়।
স্থানীয় জানিয়েছেন, এদিন বাজার করে রাস্তা পার হচ্ছিলেন রহিম। সেসময়ে দ্রুত গতিতে আসা একটি বাইক তাকে সজোরে ধাক্কা মারলে তিনি কয়েক হাত দূরে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি চিকিৎসার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক বাইকের খোঁজ চলছে।