খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ জুলাই, মুর্শিদাবাদ: ভোটের মুখে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানা এলাকায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম কামাল শেখ। বুধবার গভীর রাতে বেলডাঙা থানার মহেশপুরে বোমা বাঁধতে গিয়ে সেই বোমা ফেটে মৃত্যু হয় ওই ব্যক্তির। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পান। এরপর তাঁরাই বেলডাঙা থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্হল থেকে বোমার মশলা এবং অন্যান্য সরঞ্জামও উদ্ধার হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এদিন সকালে মহেশপুর মোড় থেকে প্রায় এক কিলোমিটার দূরে রাস্তার পাশে কামালের দেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যদের অনুমান, বোমা বিস্ফোরণেই মৃত্যু হয়েছে কামালের। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ঘটনাস্থল থেকে কৌটো বোমার টুকরো পাওয়া গিয়েছে। বোমা তৈরির মশলাও ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ফেটে যাওয়া বোমার কিছু টুকরোও উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ জানাম প্রাথমিক তদন্তে এটা স্পষ্ট বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনার তদন্ত শুরু হয়েছে।