খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ অগাস্ট, জলপাইগুড়িঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল অন্তঃসত্ত্বা হাতির। বুধবার সকালে চাপরামারি জঙ্গলের কাছ থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছে হাতিটি। দুর্ঘটনা এতটাই মর্মান্তিক যে, ট্রেনের ধাক্কার গর্ভবতী হাতির পেট থেকে শাবক বেরিয়ে আসে। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের ভূমিকা।
চাপরামারি জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে চালসা-নাগরাকাটাগামী রেললাইন। সেই লাইনেই ঘটল দুর্ঘটনা। অন্তঃসত্ত্বা হাতিটি চাপরামারির রেললাইন ধরে জঙ্গল পারাপার করছিল। সেই সময়েই এই ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে খবর। বৃহস্পতিবার ভোররাতে নাগরাকাটা থেকে শিলিগুড়িগামী একটি মালগাড়ির ধাক্কায় মারা যায় অন্তঃসত্ত্বা হাতিটি।
ট্রেনের চাকায় হাতিটির শরীর ছিন্নভিন্ন হয়ে বেরিয়ে এসেছে গর্ভস্হ সন্তান। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা। ময়নাতদন্তের জন্য দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়। বন্যপ্রাণ বিভাগের উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানান, যে হস্তী শাবকটি মা হাতির পেট ফেটে বেরিয়ে এসেছে, তা আগামী ২৪ ঘণ্টায় মা হাতিটি প্রসব করতো।
এই প্রথম নয়, এর আগেও এই রেলপথে একাধিক হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। কারণ ওই পুরো রাস্তাটিই হাতির করিডোর। সমস্যা মেটাতে রেল ও বনদপ্তরের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। তাতেও কমছে না দুর্ঘটনা।