খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ জুলাই, তুফানগঞ্জ: রাজনৈতিক সংঘর্ষে প্রাণ গেল এক বিজেপি কর্মীর। মৃত বিজেপি কর্মীর নাম জয়ন্ত বর্মন (৪৮)। বাড়ি বক্সিরহাট থানার অধীন শালবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের তুরকানির কুঠি এলাকার ৯/১৪৪ নং বুথে।
বিজেপির জেলা সম্পাদক উৎপল দাসের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগের দিন দলের কর্মী জয়ন্ত বর্মনকে বিজেপি প্রার্থী টিকেন্দ্র ডাকুয়ার বাড়ির সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে এসে বেধরক মারধর করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এরপর তাকে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ বলেন, “বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন। ওদের প্রার্থী করা নিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল রয়েছে। নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করে তৃণমূলের ওপর দোষ চাপাতে চাইছে।”