ডেঙ্গির বাড়াবাড়ির মধ্যেই ফের কোভিডের হানা, বর্ধমান মেডিকেলে ২ আক্রান্তের মৃত্যু

0
10

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, বর্ধমানঃ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল কোভিড আক্রান্ত দুই রোগীর। তবে বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, যে দুজন মারা গিয়েছেন তাঁরা দীর্ঘদিন ধরে অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁদের মধ্যে একজন রবিবার সন্ধ্যায় ও অন্যজন সোমবার সকালে মারা যান। কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন আরও কয়েকজন।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Bardhaman) সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ভাতারের ৬০ বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। অন্যদিকে, সোমবার সকালে মারা যান দেওয়ানদিঘি থানা এলাকার বাসিন্দা ৬১ বছরের এক প্রৌঢ়। তিনি কয়েকদিন আগে বর্ধমান মেডিক্যালে ভর্তি হন। পরবর্তী সময়ে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

হাসপাতালসূত্রে খবর, বর্তমানে ১৪ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন বর্ধমান হাসপাতালে। তাদের চিকিৎসা চলছে। হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, “কোভিড নিয়ে আতঙ্কের কোনও জায়গা নেই। কারণ হাসপাতালে কোভিডের সঙ্গে লড়াইয়ের পরিকাঠামো তৈরি রয়েছে।”

তিনি আরও জানান, তাঁরা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি। শতাধিক কোভিড বেডের পাশাপাশি কোভিড আইসিইউ, সিসিইউ-সহ সমস্ত ব্যবস্থা তৈরি রাখা হয়েছে। হাসপাতালের দুটি নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট থাকায় অক্সিজেন সরবরাহ নিয়েও সমস্যা হবে না। তাই কোভিড নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

প্রসঙ্গত, করোনার জেরে বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই প্রকোপ থেকে বাদ পড়েনি ভারতও। এরই মধ্যে ফের করোনায় মৃত্যুতে নতুন করে আতঙ্ক দানা বাঁধল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here