খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই, মালদা: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ১১ বছরের এক নাবালিকা। ঘটনার প্রায় ৩০ মিনিট পর উদ্ধার দেহ। সোমবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কির খাস খোল এলাকায়।
জানা গিয়েছে, সোমবার সকালে ওই নাবালিকা তার বাবা শেখ রাব্বুলের সাথে মিল্কির খাস খোল এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে এসেছিল। সেখানে বন্ধুদের সঙ্গে ওই নাবালিকা গঙ্গায় স্নান করতে যায়। সেই সময় গঙ্গায় তলিয়ে যায় তিনজনই। দুজনকে উদ্ধার করা গেলেও প্রায় ৩০ মিনিট পর উদ্ধার হয় জাসমিন খাতুনের দেহ। এরপর স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।