মাথাভাঙ্গার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপিকে কোচবিহারে ৯-০ করার ডাক দেবাংশু ও হিপ্পির

84

মাথাভাঙ্গা, ২৪ অক্টোবরঃ বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গায়। এদিন মাথাভাঙ্গা শহরের নজরুল সদনে‌ মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়।

এদিন সেখানে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন,মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায়, মহিলা সভানেত্রী আসমিনা বেগম,খোকন মিয়া, সায়নদ্বীপ গোস্বামী সহ আরও অন্যান্যরা।

এদিন প্রথমেই উপস্থিত অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। তারপর প্রতিটি ওয়ার্ড থেকে আসা প্রবীন নাগরিকদের সংবর্ধনা দেওয়া এবং শেষে লাড্ডু বিতরণ করা হয় বিজয়া সম্মিলনীতে আসা সকল কর্মীদের মধ্যে।

এদিন বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ দে ভৌমিক, দেবাংশু ভট্টাচার্য সকলেই আগামী ২০২৬ বিধানসভা নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন এবং কোচবিহার ৯-০ করার কথা বলেন। এমনকি দেবাংশু ভট্টাচার্য আরজিকরের পাশাপাশি হাথরাস সহ বিভিন্ন প্রসঙ্গ তুলেও কেন্দ্র সরকারকে একের পর এক আক্রমণ করেন।