“কাদা-আবর্জনায় ডুবে দেবীগঞ্জ প্রাথমিক স্কুল, ক্ষোভে অভিভাবক-এলাকাবাসী”

113

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ সেপ্টেম্বরঃ ঘুঘুমারি সংলগ্ন দেবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অব্যবস্থার অভিযোগ তুলে আজ ক্ষোভ প্রকাশ করলেন এলাকার বাসিন্দা ও ছাত্রছাত্রীদের অভিভাবকরা। অভিযোগ,বিদ্যালয়ের চত্বর জুড়ে জলকাদা জমে রয়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে নোংরা আবর্জনা। এমনকি জলের ট্যাঙ্কী থেকে কেঁচো বের হওয়ায় আতঙ্কিত হয়ে পড়ছে ছোট ছোট ছাত্রছাত্রীরা। এতে তাদের পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অভিভাবকরা জানান,বিদ্যালয়ের ভেতর প্রবেশ করলেই দুর্গন্ধে শ্বাসরোধ হওয়ার অবস্থা। অনেক সময় কাদা মাড়িয়ে ক্লাসে ঢুকতে হয় শিশুদের। স্কুলের শিক্ষকরা দেরিতে আসেন। এতে পড়াশোনায় মন বসছে না, বরং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এলাকাবাসীর দাবি,দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি।

এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ছেলেমেয়েরা এখানে পড়তে আসে, কিন্তু এই পরিবেশে পড়াশোনা নয়,বরং অসুস্থ হওয়ার আশঙ্কা বেশি।” অন্যদিকে এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, স্কুলের রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের সম্পূর্ণ গাফিলতি রয়েছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিদ্যালয় চত্বর পরিষ্কার করা এবং যথাযথ ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। না হলে আগামী দিনে বড় ধরনের আন্দোলনে নামবেন তারা। শিক্ষা প্রতিষ্ঠানে এহেন অব্যবস্থা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।