চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, মোকাবিলায় তৎপর মালদা জেলা প্রশাসন

0
11

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই, মালদাঃ ডেঙ্গি চোখ রাঙাচ্ছে মালদাতেও। জেলায় জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় ৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠেছে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে।

ডেঙ্গি রোধে প্রতি বুধবার করে জমা জল নিষ্কাশনের উদ্যোগ নিল জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর । জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় প্রায় ৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এছাড়া প্রতি সপ্তাহে দুইজন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। যদিও এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বর্ষা জেলায় না থাকায় ডেঙ্গির প্রাদুর্ভাব অনেকটাই কম রয়েছে বলে জানিয়েছেন মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি। তিনি জানান, গত বছরের তুলনায় এ বছরে অনেকটাই ডেঙ্গি সংক্রমণ কম রয়েছে মালদায়। সাপ্তাহিক এক থেকে দুজন ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন। মালদা জেলাতে বর্তমানে বৃষ্টিপাত অনেকটাই কম তবে বর্ষার সময় বিশেষভাবে নজর দিয়ে রাখতে হবে। ব্লক স্বাস্থ্য হাসপাতালগুলিও এ বিষয়ে সজাগ রয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা জানান, চিকিৎসকরা রীতিমতো সজাগ রয়েছেন।

ইংরেজবাজার পুরসভাও বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, ‘ডেঙ্গি নিয়ে আমরা সজাগ রয়েছি। প্রায় ১৬০ জন কর্মী ডেঙ্গি নিয়ে কাজ করছে।। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সার্ভে করছি। কোথাও কোনও রকম জল জমা করতে আমরা দিচ্ছি না।’

যদিও ইংরেজবাজার পুরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তরের এই তথ্যকে মানতে নারাজ পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি। তিনি বলেন, “জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় ৭৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে এটা বলা হয়েছে কিন্তু আমাদের সন্দেহ সরকার এই তথ্য সঠিক দিচ্ছে না। আক্রান্তের সংখ্যা আরো বেশি। যেটা সরকার দিচ্ছে না। আমরা জানুয়ারি থেকে কোনওরকম ভাবে পুরসভার কোন উদ্যোগ দেখলাম না ডেঙ্গি বিষয়ে সচেতন করতে। এই কিছুদিন হলে দেখা যাচ্ছে ইংরেজবাজার পুরসভার যথেষ্ট তৎপর হয়েছে। এই সংখ্যাটা কেবলমাত্র ৭৪ না, এটা একশোর বেশি হয়ে গেছে যেটা সরকার সম্পূর্ণ লুকোচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here