খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ জুলাই, কলকাতাঃ রাজ্যের ডেঙ্গি পরিস্হিতি নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অধিবেশন কক্ষে ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ার কারণেই সমস্যা হচ্ছে। পঞ্চায়েত কাজ করতে পারছে না।’’ এই প্রসঙ্গেই দ্রুত পঞ্চায়েত বোর্ড গঠনের কথা বলেছেন তিনি।
স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও এদিন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। জানান, স্বাস্থ্যসাথী কার্ড না নিলে লাইসেন্স বাতিল করে দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে ডেঙ্গির কারণে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। নবান্ন ও সামগ্রিক ভাবে প্রশাসন ডেঙ্গি ঠেকাতে দফায় দফায় পর্যালোচনা চালাচ্ছে বলেও অধিবেশনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিধাননগরে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে মুখ্যমন্ত্রী র বক্তব্য, ‘‘বিধাননগরের মেট্রোর কাজের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। তাই সেখানে জল জমে ডেঙ্গি বেশি হচ্ছে।’’ পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গে একটি আইডি হাসপাতাল গড়ে তুলবে রাজ্য সরকার।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এদিন বিধানসভায় সরব ছিল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন বিধানসভার বাইরে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। বিরোধীদের বক্তব্য, সঠিক পরিসংখ্যান প্রকাশ্যে আনছে না রাজ্য সরকার।
এরই প্রতিবাদে অধিবেশন থেকে বাইরে বেরিয়ে মশারি ও মশার কাটআউট, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। যদিও করোনার মতো ডেঙ্গি পরিস্থিতিতেও সবাইকে একসঙ্গে নিয়ে মোকাবিলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।