জলপাইগুড়ি এনবিএসটিসির ডিপো ভিজিট করলেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের

36

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ ডিসেম্বরঃ জলপাইগুড়ি এনবিএসটিসির ডিপো ভিজিট করতে এলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। জানা যায়, এদিন দুপুরে জলপাইগুড়ি এনবিএসটিসি ডিপোতে কাউন্টারে গিয়ে খতিয়ে দেখেন কাউন্টারের ব্যবস্থা। এমনকি যাত্রীদের সাথেও কথা বলতে দেখা যায় তাকে।

এবিষয়ে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, প্রায়শই আমি এনবিএসটিসির ডিপো ভিজিট করি। গতকাল মালবাজার এনবিএসটিসির ডিপো ভিজিট করতে গিয়েছিলাম,আজ এখানে এলাম যাওয়ার পথে ময়নাগুড়ি এনবিএসটিসির ডিপো ভিজিট করবো। প্রায়শই ভিজিট করতে বের হই,সুবিধা অসুবিধা সব সময় নজরে রাখি এবং আরও বেশকিছু  কর্মসূচি আমরা পদক্ষেপ নিতে চলেছি সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করা  সেজন্যই আসা।