খবরিয়া নিউজ ডেস্ক, ২৩শে জুন, তুফানগঞ্জ: বহিরাগতদের প্রবেশ বন্ধ সহ একাধিক দাবিতে ছাত্রছাত্রী সংসদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল তুফানগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে। অধ্যক্ষের অনুপস্থিতিতে এই ডেপুটেশন গ্রহণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুলতান লাল রহমান। মূলত কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধসহ একাধিক বিভিন্ন দাবি নিয়ে এদিনের এই ডেপুটেশন দেওয়া হয়। বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে কলেজের তরফে।