খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাই, জলপাইগুড়ি: সকল থেকেই জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি । কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দাতাদের ভিড়। এদিন অনেক প্রবীণ ভোটারদের দেখা গেল বৃষ্টিকে উপেক্ষা করে ভোট দিতে। এই বিষয়ে এক প্রবীণ ভোটার বলেন, “আমার বয়স ৮৪ বছর। প্রতি বছর ভোট দিয়ে যাই আমার ছেলে আমাকে নিয়ে আসে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভোট দিতে কোনো অসুবিধা হয়নি।”
বৃষ্টিকে উপেক্ষা করেই জলপাইগুড়িতে ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদাতাদের ভিড়
Date:
Share post: