মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও তুফানগঞ্জ পৌরসভা কার্যত ১৫ দিন পর ফিরছে পুরনো ছন্দে

91

প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ : তিন সপ্তাহ আগে রাজ্যে সর্বত্র রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করার কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাঠে নামে তুফানগঞ্জ পৌরসভা কিন্তু ১৫ দিন পর কার্যত পুরনো ছন্দে ফিরছে শহর। চেয়ারম্যান জানান একুশে জুলাই এর সমস্ত কাউন্সিলররা কলকাতায় গিয়েছে। ফিরে আসার পর বৈঠক করে পুনরায় উচ্ছেদ অভিযানে নামা হবে।

তুফানগঞ্জ শহরের যানজট সমস্যা একটি দীর্ঘদিনের সমস্যা বিশেষ করে তুফানগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মদনমোহন বাড়ি সংলগ্ন ফুটপাত দখল, থানা চৌপথি থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত দখল করে চলছে দোকানপাট। পৌরসভার নোটিসের পর অনেকেই স্থায়ী কাঠামো ভেঙে করে রাখছেন। প্রশাসনিক নিষেধ উপেক্ষা করে বারবার কেন তারা এ ধরনের ঘটনা করছেন তা নিয়েও উঠছে প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন তুফানগঞ্জ শহরের রানিহাট বাজারে ব্যবসায়ীদের একাংশ জোর করে এই রাস্তা দখল করে রাখছে।

দোকানের ট্রাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র সমস্তটাই রাখা হচ্ছে রাস্তার উপর। প্রশাসন যখন অভিযান চালায় তখন সেই সমস্ত জিনিসপত্রকে ভিতরে ঢুকিয়ে রাখা হয় চলে গেলেই আবার ফিরে আসে পুরনো ছন্দে। তবে এবার দেখার বিষয় কবে নাগাদ পৌরসভা ব্যবস্থা নেয়।