ওয়েব ডেস্ক, ১৮ ফেব্রুয়ারিঃ করোনা আবহে ২০২০ সালের আইপিএল-টা সেরকম ভাবে না হলেও এবারে কিন্তু তাঁর প্রস্তুতির পাশাপাশি শুরু হয়ে গিয়েছে খেলায়রদের কেনাবেচা। আইপিএল ২০২০-তে চূড়ান্ত ব্যর্থ হওয়ায় পঞ্জাব ছেড়ে দেয় অজি অল-রাউন্ডারকে। তাঁকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলা শাপে বর হয়ে দেখা দেয় ম্যাক্সওয়েলের কাছে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ১৪ কোটি ২৫ লক্ষ টাকার বিশাল অঙ্কে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়ে নিল ম্যাক্সওয়েলকে।
জানা যাচ্ছে, প্রথমে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দরকষাকষির পর চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াইয়ে জিতে অজি তারকা ব্যাটসম্যান তুলে নিল আরসিবি৷
অজি তারকার জন্য শুরুতে দর হাঁকে কলকাতা নাইট রাইডার্স। পরে লড়াইয়ে নামে রাজস্থান রয়্যালস। শেষে ম্যাক্সওয়েলকে নিয়ে জোর টানাটানি শুরু হয় চেন্নাই ও ব্যাঙ্গালোরের মধ্যে।