রেললাইনে ডিটোনেটর! বড় নাশকতার ছক বানচাল করল রেলপুলিশ

44

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ অক্টোবর, হরিদ্বার: ভারতীয় রেলে বড়সড় নাশকতার ছক বানচাল করল রেল পুলিশ। হরিদ্বারে রেললাইনে মিলল ডিটোনেটর। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রেল সূত্রে জানা গিয়েছে, হরিদ্বারের মতিচুর স্টেশনের কাছে রেললাইন দেখভালের সময় ওই ডিটোনেটর নজরে আসে রেলকর্মীদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশকে।

ঘটনাস্থলে আসেন রেলের পদস্থ কর্তারা উদ্ধার করা হয় ওই বিস্ফোরক। প্রাথমিক তদন্তে নেমে উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই যুবকই লাইনে ডিটোনেটর ফেলে রেখেছিলেন। দীপাবলির আগে বড়সড় নাশকতা ঘটাতেই পরিকল্পিত ভাবে এই ষড়যন্ত্র করা হয়েছিল।

পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করা হচ্ছে। রেলপুলিশের পাশাপাশি হরিদ্বার পুলিশও ঘটনার তদন্তে নেমেছে। গত কয়েক মাস ধরে কখনও গুজরাত, কখনও মধ্যপ্রদেশ, আবার কখনও উত্তরপ্রদেশে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা করা হয়। রেললাইনের উপর গ্যাস সিলিন্ডার রেখে, কখনও সিমেন্টের ব্লক, কখনও লোহার পাত, কখনও মাটি ফেলে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে।

কিছু ক্ষেত্রে চালকের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে, আবার অনেক সময় রেলকর্মীরাই রুখে দিয়েছেন লাইনচ্যুত করার চেষ্টা। সাম্প্রতিক সময়ে বার বার ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেলের যাত্রীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাম্প্রতিক কালে যে ভাবে একাধিক দূরপাল্লার ট্রেনে দুর্ঘটনা ঘটেছে, তাতে সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে।