মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ

48

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ ডিসেম্বর, মুম্বই: বৃহস্পতিবার বিকেলে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে এবং এনসিপি-র অজিত পাওয়ার।  মুম্বইয়ের আজাদ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির তাবড় নেতা ও মুখ্যমন্ত্রীরা।

ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিতিন গড়করি থেকে শুরু করে বলিউড অভিনেতা শাহরুখ খান, সলমান খান, রণবীর কাপুর, রণবীর সিং, সঞ্জয় দত্ত, ক্রিকেটার শচীন টেন্ডুলকার – সহ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানির মতো ব্যক্তিত্বরা । এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান সহ অন্যান্যরা।

ফড়নবিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। শপথ অনুষ্ঠানে গানের সুরে মুগ্ধ করেন শিল্পী কৈলাস খের। সদ্য অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮-র মধ্যে ২৩৩টি আসনে জয় পেয়েছে মহায্যুতি জোট। তার মধ্যে আবার বিজেপি একাই ১৩২টি আসনে জিতেছে। এছাড়াও একনাথ শিন্ডের শিবসেনা ৫৭টি এবং অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি ৪১ আসনে জয়ী হয়।