হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ধুম’ পরিচালক সঞ্জয় গাধভি, শোকের ছায়া বলিউডে

0
34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ নভেম্বর, মুম্বইঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ‘ধুম’ ছবির পরিচালক সঞ্জয় গাধভি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭। জানা গিয়েছে প্রতিদিনের মতোই রবিবারও লোখান্ডওয়ালার বাড়িতে প্রাতর্ভ্রমণ করছিলেন। সেই সময় হঠাৎ ঘামতে শুরু করেন। তড়িঘড়ি কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজক বনি কপুর। ‘ধুম’ এবং ‘ধুম ২’ এর মতো ব্লকবাস্টার হিট ছবি পরিচালনা করেছেন তিনি। শুধু ‘ধুম’ সিরিজ নয়, যশ রাজ ফিল্মসের সঙ্গে সঞ্জয় তৈরি করেছেন ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’-র মতো সিনেমাও। এছাড়াও, ‘তেরে লিয়ে’, ‘কিডন্যাপ’, ‘অপারেশন পরিন্দে’-র মতো ছবিও পরিচালনা করেছেন সঞ্জয় গাধভি।

তবে দীর্ঘদিন ধরেই সিনেমা পরিচালনা থেকে দূরে ছিলেন তিনি। প্রয়াত পরিচালক কন্যা সঞ্জনা গাধভী জানিয়েছেন, তাঁর বাবার সেভাবে কোনওদিনই হার্টের অসুখ ছিল না। এদিন হঠাৎ করেই এমন ঘটনা ঘটে যাওয়ায় শোকস্তব্ধ সকলে। প্রসঙ্গত, আগামী ২২ নভেম্বর, অর্থাৎ আর তিনদিন পরেই সঞ্জয়ের জন্মদিন। তার আগেই পরিচালকের আচমকা প্রয়াণে শোকের ছায়া বলিউডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here