খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, ধূপগুড়ি: বৃহস্পতিবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নার্সিং পেশায় সেরাদের হাতে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোট ৩০ জন পুরস্কারপ্রাপকের মধ্যে ২০২২ সালের জন্য রাজ্যের একমাত্র প্রতিনিধি ছিলেন কুলপির রিতা মণ্ডল। অন্যদিকে, ২০২৩ সালের জন্য পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিনিধি হিসেবে পুরস্কার নিলেন ধূপগুড়ি ব্লকের মাগুরমারি-২ পঞ্চায়েতের পূর্ব আলতাগ্রাম সুস্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার অবিস্মিতা ঘোষ।
এদিন দিল্লি থেকে অবিস্মিতা বললেন, ‘দেশের প্রতিটি নার্সের কাছেই এই পুরস্কার হাতে নেওয়া সারা জীবনের সবথেকে বড় প্রাপ্তি। ১৪ বছরের কর্মজীবনের প্রতিটি দিন আজ পূর্ণতা পেল। সমস্ত সহকর্মী, পরিবার এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে ভূগোল অনার্সের পড়া ছেড়ে জিএনএম ট্রেনিংয়ে যোগ দেন অবিস্মিতা। ২০০৫ সালে প্রশিক্ষণ শেষের পর ২০০৯ সালে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে স্টাফ নার্স হিসেবে তাঁর কর্মজীবন শুরু। টানা দশ বছর সফলভাবে কাজ করার পর ২০১৯ সালে ছয় মাসের প্রশিক্ষণ শেষে যোগ দেন কমিউনিটি হেলথ অফিসার পদে। মৌলিক ন্যূনতম স্বাস্থ্যনীতি ও পরিষেবা বাস্তবায়নের পাশাপাশি টিকাকরণ থেকে প্রসূতি মা ও সদ্যোজাত শিশুদের দেখভাল করা এবং মরণোত্তর চক্ষুদানে সচেতনতা বাড়ানোর জন্য তাঁর এই স্বীকৃতি। করোনাকালে অন্তঃসত্ত্বা হয়েও স্বাস্থ্য পরিষেবা দিতে তিনি নিরলসভাবে কাজ করে গিয়েছেন। অবিস্মিতা এর আগেও জেলা স্তরে স্বাস্থ্যকর্মী হিসেবে সম্মানিত হয়েছেন।