ফের গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান ধূপগুড়ি থানার পুলিশের

14

ধূপগুড়ি, ১২ জানুয়ারিঃ ফের গাঁজার বিরুদ্ধে অভিযান ধূপগুড়ি থানার পুলিশের। ধূপগুড়ি ব্লকের পূর্ব ডাউকিমারি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা গাছ কেটে পুড়িয়ে নষ্ট করলো ধূপগুড়ি থানা এবং ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। আজ গোপন সূত্রে খবরের ভিত্তিতে, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য বিরাট পুলিশ বাহিনী নিয়ে পূর্ব ডাউকিমারি এলাকায় অভিযান চালায়।

জানা যায়, বেশ কিছু বাসিন্দার বাড়িতে এবং কুয়াশের জমির আড়ালে চাষ হচ্ছিল গাঁজা। তল্লাশি চালাতে গাঁজা চাষের হদিস পায় পুলিশ।এরপর সেই সমস্ত গাঁজা গাছ কেটে এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে পুড়িয়ে দিলো পুলিশ। পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গ্রামবাসীরা। তাদের দাবি এভাবে সমাজ নষ্ট হচ্ছে পুলিশ ভালো কাজ করেছে। পুলিশ সূত্রে খবর এই ধরনের অভিযান লাগাতার চলবে।