খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, মালদাঃ “আষাঢ় মাসে কেউ ভোট করে? আমরা জানি আষাঢ় মাসে বিয়ে হয়। ভিজে ভিজে নিমন্তন্ন বাড়িতে যায়। পাশাপাশি রথযাত্রা হয়। তবে ভোটযাত্রা আমরা প্রথমবার দেখলাম। আপনি যেটা কল্পনা করতে পারবেন না দিদিমণি সেটাই করবে।” মঙ্গলবার ভোট প্রচারে মালদায় এসে এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে নায়ক নায়িকা নিয়ে এসে ভোট প্রচার করেন দিদিমণি। তিনি সারাদিন সেনাকে গালাগালি দেবেন আর বিপদে পড়লে হেলিকপ্টার করে সেই সেনার হেলি প্যাডে গিয়েই নামবেন এটাই আমরা দেখছি। তাই দিদিমণি ভোটটাকে এলোমেলো করে দিয়ে লুটে পুটে খাবেন সেই কারণেই আষাঢ় মাসে ভোট করেছেন। ”
এদিন ভোট প্রচারে ইংরেজবাজারের গোপালপুরে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী, মালদা জেলা বিজেপির সভাপতি পার্থসারথি ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। আজ মালদা জেলার বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে।দিলীপ ঘোষের বিভিন্ন কর্মসূচি রয়েছে।