বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বড়সড় রদবদল, সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে অপসারিত দিলীপ ঘোষ

28

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুলাই: কলকাতা: চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক নেতৃত্বে রদবদল ঘটাল বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদ খোয়ালেন দিলীপ ঘোষ। এখন তিনি শুধুই মেদিনীপুরের সাংসদ। শনিবার সকালে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে নতুন কমিটি ঘোষণা করেছেন তাতে দিলীপের নাম নেই।

নয়া কমিটির তালিকায় বাংলার প্রতিনিধি হিসেবে একমাত্র থেকে গিয়েছেন অনুপম হাজরা। কেন্দ্রীয় সম্পাদক পদেই বহাল রইলেন তিনি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হিসেবে ২০২১ সাল থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। তাই হঠাৎ করে বিজেপির সাংগঠনিক রদবদলে দিলীপ ঘোষের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে কানাঘুষো শুরু হয়েছে বিভিন্ন মহলে।

তবে বিজেপি সূত্রে খবর, মন্ত্রিসভায় হয়তো জায়গা পেতে চলেছেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়া নিয়ে সাংসদ দিলীপ ঘোষ জানান, যাঁরা লোকসভা নির্বাচনে অংশ নেবেন, তাঁদের কর্মসমিতিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য, বাংলার প্রাক্তন পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এ বারেও সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকছেন।