দিনহাটা, ১ অক্টোবরঃ ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড় বোয়ালমারী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দিন কয়েক আগেই রথবাড়িঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হওয়া বিপ্লব দাস নামে ওই ব্যক্তিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদের পর তার এক সঙ্গীর হদিস পায়।
এরপরেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে ছোট বোয়ালমারী এলাকার বাসিন্দা মুরশিদ আলম ওরফে সোহাগ নামে এক ব্যক্তিকে বড় বোয়ালমারি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। এদিন রাতে দিনহাটা থানায় এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র।
তিনি জানান গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদ আলম ওরফে সোহাগ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুজোর আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায়।