মালদা, ১৭ জানুয়ারি : মালদার ভারত বাংলাদেশ সীমান্তের মহদিপুর এলাকার বর্তমান পরিস্থিতির পরিদর্শন করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার। আজ বিকেলে ইংরেজবাজার ব্লকের মহদিপুরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন রাজীব কুমার। সেখানে কথা বলেন রপ্তানিকারক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে।
রাজীব কুমারের সঙ্গে সীমান্তের বাণিজ্যে সার্বিক পরিস্থিতির বিষয় গুলিও জানান মালদা এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসূন ঘোষ। এছাড়াও মহদিপুরের কর্তব্যরত বিএসএফের পদস্থ কর্তাদের সঙ্গেও সীমান্ত বিষয়ক নানা বিষয় নিয়েও আলোচনা করেছেন রাজ্য পুলিশের মহা নির্দেশক রাজীব কুমার।