সায়ন সেন, জলপাইগুড়ি: জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সরজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলাকেন্দ্রে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন জেলার ৫০০ জন লোকোশিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পী দের নিয়ে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, জেলাপরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোগেশর রায় জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
এদিন অনুষ্ঠানের শুরুতে রাজ্যের রাজ্য সঙ্গীত পরিবেশিত হয়, এরপর উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করেন। লোকশিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সম্মেলনের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার খাদ্যসাথি, সবুজ সাথী প্রভৃতি বিষয়ের উপর কর্মশালাও অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত লোকশিল্পীরা বিভিন্ন সরকারি প্রকল্পের উপরে লোকসঙ্গীত পরিবেশন করেন। প্রজেক্টরের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি বিস্তারিতভাবে লোকশিল্পীদের সামনে তুলে ধরা হয়।
এ বিষয়ে জেলাপরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে জেলাভিত্তিক লোকশিল্পীদের নিয়ে লোকশিল্পী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। লোকোশিল্পীদের সন্মান প্রদানের উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরা হলো। লোকশিল্পীদের সামনে যাতে তারা গ্রাম স্তরে এই প্রকল্পর সুবিধার কথা পৌঁছে দিতে পারে। শুধু তাই নয় ডেঙ্গু নিয়েও আমার সচেতনতা প্রচার করবো।
অপরদিকে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সরূপ বিশ্বাস জানান, আমাদের জেলায় প্রায় ২৭০০ জন লোকশিল্পীদের মধ্যে লোকপ্রসার শিল্পের অন্তর্গত ৫০০ জন লোকশিল্পী দের নিয়ে আজকের এই অনুষ্ঠান হচ্ছে। নতুন এবং পুরনো সকল লোক শিল্পীদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান । পুরনো অভিজ্ঞ লোকশিল্পীদের পাশাপাশি ৮০ জন নতুন লোক শিল্পীরা আমাদের এই অনুষ্ঠানে আজ উপস্থিত আছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সব স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। পরবর্তীতে এই লোকশিল্পীরা বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে তাদের স্বরচিত লোকসংগীত পরিবেশন করবেন।