ময়নাগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ শনিবার ময়নাগুড়ির রবিতীর্থ ভবনে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মেলন হয়ে গেল। এদিনের এই তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মেলনের নাম দেওয়া হয় আলাপচারিতা। এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সুস্মিতা সেনগুপ্ত ও বিউটি সেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, রাজ্যের অনগ্ৰসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক, জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম সহ অনেকেই।
জানা গেছে, তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে গত ২৬ শে জানুয়ারি থেকে দীক্ষা কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও গোটা মাস জুড়ে একাধিক কর্মসূচি চলছে। মূলত আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মসূচি চলছে। এদিনের সম্মেলনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো তুলে ধরেন কর্মী সমর্থকরা।