খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাই, কলকাতা: কলকাতায় এক চিকিৎসকের দেহ উদ্ধার হল। প্রগতি ময়দান থানা এলাকায় একটি বহুতলের নীচ থেকে সোমবার গভীর রাতে দেহ উদ্ধার করা হয়েছে ওই চিকিৎসকের। মৃত চিকিৎসকের নাম শুভঙ্কর চক্রবর্তী। প্রগতি ময়দান থানা এলাকার একটি বহুতল আবাসনের ৫ তলা থেকে সোমবার রাত ৩টে নাগাদ ওই চিকিৎসক নীচে পড়ে যান বলে জানা গেছে। সূত্রের খবর, ওই আবাসনে তাঁর বিদেশি বান্ধবী থাকতেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে মৃত চিকিৎসকের বাড়ি বিধাননগরে। তাঁর স্ত্রী, সন্তান রয়েছে। ওই মহিলা বাইপাসের ধারের বহুতলে কিছুদিন আগে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। মাস দুয়েক আগে থেকেই তাঁর ফ্ল্যাটে ওই চিকিৎসকের যাতায়াত শুরু হয়েছিল বলে দাবি প্রতিবেশীদের।
কী ভাবে তিনি পড়ে গেলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চিকিৎসকের বান্ধবীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।