খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুলাই, তুফানগঞ্জ: তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের এস এন সি ইউ বিভাগে থাকা এক সাত মাসের শিশুর অন্নপ্রাশন ঘটা করে আয়োজন করলেন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের এস এন সি ইউ ইউনিটের ডাক্তার এবং নার্স সহ অন্যান্য কর্মীবৃন্দরা।
প্রসঙ্গত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ সৈফুদ্দিন ইসলাম, তিনি ওই শিশুর মুখে ভাত দেন। তিনি জানান ওই শিশুটিকে ২০২২ সালের ডিসেম্বর মাসে কোন এক সকালে স্থানীয় বাসিন্দারা লাঙ্গল গ্রাম রেল ব্রিজ সংলগ্ন রেল লাইনের ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। তাঁরাই তাঁকে উদ্ধার করে ভর্তি করেন তুফানগঞ্জ হাসপাতালে।
এদিন মদনমোহন মন্দিরে শিশুর মুখে ভাত দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডঃ সুকেশ কুমার দন্ডপাত, ডঃ বিশ্বনাথ বর্মা, ডঃ বিষ্ণু সিং, ডঃ সুকান্ত মন্ডল সহ তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে এসএন সি ইউ ইউনিটের নার্স এবং অন্যান্য কর্মীরা।