খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, কোচবিহার: জি সি ন্যাশনাল বায়োকেমিক মেডিকেল কলেজ এবং হসপিটাল ও বায়োকেমিক এডুকেশন সেলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল জাতীয় চিকিৎসক দিবস ২০২৩ । প্রথমে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে এবং পরে বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কিরক ডক্টর ডাব্লিউ এইচ সুসলার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন কলেজের গভর্নিং বডির সভাপতি সুচিস্মিতা দেব শর্মা এবং প্রিন্সিপাল ডাক্তার কে ভৌমিক এবং বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী ডঃ আশুতোষ দত্ত। উপস্থিত সকল অতিথি এবং শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার প্রেমানন্দ তালুকদার, ধন রায় চৌধুরী, অজিত কুমার রায় মহাশয় । চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা করেন ডাঃ আশুতোষ দত্ত। বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী হিসেবে ডাঃ আশুতোষ দত্তকে পুরস্কৃত করা হয়। এই সম্মান পেয়ে তিনি আপ্লুত বলে জানিয়েছেন ডাঃ আশুতোষ দত্ত।