ঘুচল ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর তকমা, গোপনে বিয়ে সারলেন নীরজ চোপড়া

32

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২০ জানুয়ারি, নয়াদিল্লি: চুপিচুপি বিয়ে সারলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। হিমানী মোরের সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। ঘুণাক্ষরে জানতে পারল না মিডিয়া। রবিবার ইনস্টাগ্রামে নিজেই বিয়ের কথা জানালেন তিনি। সেইসঙ্গে ওই পোস্টে বিয়ের অনুষ্ঠানের ছবিও দিয়েছেন নীরজ।

তিনি লিখেছেন, “আমার পরিবারের সঙ্গে জীবনের নতুন অধ্যায়। প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞ যা আমাদের এই মুহুর্তটিতে পৌঁছে দিল। ভালোবাসার বন্ধনে আবব্ধ হলাম, সারা জীবনের মতো।” হিমানী হরিয়ানার লারসৌলির বাসিন্দা। পানিপতের লিটল অ্যাঞ্জেল স্কুলে পড়াশোনা। দিল্লি ইউনিভার্সিটির মিরান্ডা হাউস থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং শারীরবিদ্যায় স্নাতক।

তিনি ম্যাককরম্যাক ইসেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছেন। সাউথইস্টার্ন লুইসিয়ানা বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন। পেশায় একজন টেনিস খেলোয়াড়ও। তিনি ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি আমহার্স্ট কলেজের টেনিস দলের ম্যানেজার।হিমাচলে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ ছিল নীরজ-হিমানির।

বিয়ের ওই অনুষ্ঠানে শুধু দুই পরিবারের ৪০-৫০ জন সদস্যই উপস্থিত ছিলেন। পুরো বিষয়টিকে গোপন রাখা হয়। হাল্কা গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন পাত্র নীরজ। হিমানিও পরেছিলেন হাল্কা গোলাপি রঙের পোশাক। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পরেই বিদেশে মধুচন্দ্রিমা কাটাতে বিদেশে উড়ে গিয়েছেন সদ্য বিবাহিত দম্পতি। তাঁরা দেশে ফিরলে পরিবারের তরফে রিসেপশনের আয়োজন করা হবে।