২ বছরেই রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল করবেন দেবী শেঠি, শিল্পমঞ্চে ঘোষণা চিকিৎসকের

0
47

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ নভেম্বর, কলকাতাঃ নিউটাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মানুষের জন্য বড় কথা শোনালেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা.‌ দেবী শেঠি। বাংলায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে চান চিকিৎসক দেবী শেঠি। মঙ্গলবার সপ্তম বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে একথা জানান দেশের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন।

এদিনের শিল্প মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রখ্যাত এই চিকিৎসক বলেন, “৩৩ বছর আগে যখন এসেছিলাম তখন আমি জুনিয়র হার্ট চিকিৎসক। এই রাজ্যের একটা ইউনিক চরিত্র আছে। আমার ইচ্ছা ছিল এখানে একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করব। আমার ইচ্ছা আগামী ২ বছরে তা তৈরি করার। তাতে ১০ হাজার কর্মসংস্থান হবে।”

একসময় কলকাতায় ইএম বাইপাসের ধারে একটি হাসপাতাল ছিল ডা.‌ দেবী শেঠির। বাংলা ছেড়ে তিনি এখন কর্নাটকে তৈরি করেছেন নারায়ানা হৃদয়ালয়ের মতো হাসপাতাল। স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ভারত সরকারের পদক পেয়েছিলেন চিকিৎসক শেঠি।

এদিন তিনি বলেন, ‘আমার একটা স্বপ্ন এই শহরে আমি একটি হাসপাতাল গড়ব। যে হাসপাতালে হার্টের চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা, অরগ্যান ট্রান্সপ্ল্যান্ট হবে। হাজার শয্যা থাকবে ওই হাসপাতালে। দেশের সামনে ওই হাসপাতাল একটি উদাহরণ হবে। তার জন্য আমরা হাজার কোটি টাকা বিনিয়োগ করব।’‌

স্বাভাবিকভাবেই তাঁর এই ঘোষণাতে খুশির হাওয়া। একদিকে যেমন চিকিৎসা ক্ষেত্রে বড় উন্নতি হবে তেমনই কর্মসংস্থান হবে একাধিক মানুষের। সপ্তম বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন রিয়ালেন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি, আই টি সি চেয়ারম্যান সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গঙ্গোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here