বাজারে অকেজ অবস্থায় পড়ে রয়েছে পানীয় জলের রিজার্ভার, অভিযোগ ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকের

12

ধূপগুড়ি, ৭ ডিসেম্বর : খট্টিমারি বাজারে ৩৪ লক্ষ টাকা অধিক খরচ করে সোলার চালিত পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করেছিল ধুপগুড়ি পঞ্চায়েত সমিতি। দীর্ঘ একটা লম্বা সময় ধরে অকেজ অবস্থায় পড়ে রয়েছে সেই পানীয় জলের রিজার্ভার। মিলছে না পানীয় জল পাশাপাশি বসানো হয়েছে পাবলিক টয়লেট অভিযোগ ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকের।

জানা যায়, হাজার হাজার মানুষের ভিড় জমে এই বাজারে। ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকের অভিযোগ একাধিকবার হাটের ইজারাদার কে জানিও কোনরূপ শুরাহা মেলেনি। বিক্রেতাদের ভয়ঙ্কর অভিযোগ হাট থেকে প্রত্যেক সপ্তাহে খাজনা তোলা হলেও আমাদের সমস্যার শুরাহা নিয়ে কোনরকম পদক্ষেপই গ্রহণ করছেন না হাটের বর্তমান ইজারাদার।

বাজারে আসা বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা একাধিক অভিযোগ তুললেও সমস্যার সমাধানের নাম গন্ধ নেই বলে দাবি তাদের। গোটা বাজারে একাধিক সমস্যা থাকলেও বাজার যেন সেই পুরোনো আমলেই পড়ে রয়েছে।