আলিপুরদুয়ার, ১৩ সেপ্টেম্বর : নেশার ওষুধের কারবারীদের দৌরাত্ম্য চলছেই আলিপুরদুয়ার জেলায়। অভিযোগ এমনই। জানা গিয়েছে, শুক্রবার ফের বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়গা থানার পুলিশ। শনিবার জয়গা পুলিশের হাতে ধৃত ওই ব্যক্তি ছোট মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা। তার নাম আমন লামা।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালান হয়। বাড়ি থেকে ২২৪ টি নেশার ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে।সম্প্রতি একই এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।উদ্ধার হয়েছিল নেশার ট্যাবলেট।ধৃত আমন কে আজ আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হবে।