খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, লখনউঃ আরএসএস কার্যালয়ের গেটে প্রস্রাব করার অভিযোগ উঠল কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করায় কার্যালয়ের পাহারার দায়িত্বে থাকা যুবককে ব্যাপক মারধরেরও অভিযোগ উঠেছে।
বুধবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কার্যালয়ের সামনে। ঘটনায় তীব্র অসন্তুষ্ট আরএসএস-সহ বিশ্বহিন্দু পরিষদের নেতারা। অভিযোগ, কয়েকজন মদ্যপ যুবক কার্যালয়ের গেটে প্রস্রাব করছিলেন। ঘটনাটি দেখতে পেয়েই বাধা দিতে আসেন কার্যালয় পাহারার দায়িত্বে থাকা এক যুবক।
অভিযোগ, মত্ত যুবকেরা তাঁকে সেখানে ফেলে বেধড়ক মারধর করেন। এখানেই শেষ নয়। মত্ত যুবকেরা এর পর ফের অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয় ওই আরএসএসের দপ্তরে। ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। তছনছ করে সব কিছু। অস্ত্র হাতে হামলা করে এলাকার মানুষজনের উপরও। চলে গুলি। অন্তত ৪০ জন গুরুতর জখম হন তাঁদের হামলায়।
খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শশাঙ্ক গুপ্তা, শিবাঙ্ক গুপ্তা ও মুকেশ গুপ্তা। আহতদের কয়েকজন ভর্তি রয়েছেন হাসপাতালে। যোগীরাজ্যে এমন ঘটনায় হতবাক সকলেই।