খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ জুলাই, ধূপগুড়ি: প্রবল বৃষ্টিতে ফুঁসছে জলঢাকা নদী। রাতভর বৃষ্টিতে ফুলে উঠেছে নদী জল। চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীদের। গত কয়েক বছরে এমন রূপ দেখেনি এলাকাবাসীরা। ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদী সংলগ্ন একাধিক এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে জলঢাকা নদী।
একদিকে পাহাড়ে অনবরত বৃষ্টির জেরে পাহাড়ি খরস্রোতা এই নদীর জলস্তর বেড়েই চলেছে অন্যদিকে রাতভর বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদীগুলো বন্যা রূপ ধারণ করেছে।সাত সকালে গিয়ে এলাকাবাসীরা দেখেন জলঢাকা বাঁধ পর্যন্ত জল এসে পড়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, রাতভর বৃষ্টি হলে সেই জল লোকালয়ে ঢুকে যেতে পারে। বেশ কিছু বছর আগে এমনই এক বন্যায় বানভাসি হয়েছিল প্রচুর মানুষ। ক্ষতি হয়েছিল ঘরবাড়ি, জমি‘ ফসল সবকিছুই। সেই ভয়ে মানুষের মন থেকে এখনো মুছে যায়নি।
পাহাড়ি নদীর জলঢাকা ও তিস্তায় কিছু কিছু জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্হিতির উপর নজর রাখছে প্রশাসন।