প্রশাসনের গাফিলতির কারনে রায়ডাক নদী ভাঙ্গনের কাজ থমকে, ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

20

প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ: তিন বছর থেকে রায়ডাক নদী ভাঙ্গনের কবলে পড়লেও এখনও পর্যন্ত মেরামতে উদ্যোগী হলো না প্রশাসন। এমনই দাবি তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত বালাভূত গ্রাম পঞ্চায়েতের নয়ারচর এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা দাবি, তারা বিগত তিন বছর থেকে সেচ দপ্তর এবং অন্যান্য বিভিন্ন দপ্তর গুলিতে জানালেও এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি তাদের। বর্ষাকালে নদীর জল এলাকায় ঢুকে চাষাবাদ বন্ধ হয়ে যায় এমনকি ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া-আসা এবং দৈনন্দিন জীবনে নেমে আসে দুর্যোগ। বালাভুত অঞ্চলের নয়ারচর এলাকায় রায়ডাক নদীর বাঁধের ভাঙ্গন আজ থেকে গত তিন বছর আগে দেখা দেয় কিন্তু প্রশাসনের গাফিলতি এখানে মেরামতের কাজ হচ্ছে না ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ বর্ষাকালে নদীর জল লোকালয়ে ঢুকে পড়ে ক্ষতি হয় আবাদি জমির বন্ধ হয়ে যায়।

যদিও এই বিষয়ে বালাভূত গ্রাম পঞ্চায়েতের প্রধান আবতার আলী বেপারি জানান, ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে বিষয় গুলি জানানো হয়েছে। সমস্ত বিষয়েই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদী।