পরীক্ষাকেন্দ্রে নকল চক্র! বটতলা কেবলপাড়া হাই স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ?

26

প্রদীপ কুন্ডু, জলপাইগুড়ি: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জলপাইগুড়ি জেলার  বটতলা কেবলপাড়া হাই স্কুলের পেছনে ধরা পড়ল নকলচক্রের কার্যকলাপ। পরীক্ষা শুরু আধা ঘন্টা পর থেকে পার হওয়ার আগেই পরীক্ষার্থীরা বাথরুমের অজুহাতে বেরিয়ে এসে নকল করা শুরু করে। শুধু তাই নয়, বাইরে থেকে উত্তর মেলানোর চেষ্টাও চলে বলে জানা গেছে। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে কীভাবে পরীক্ষার্থীরা কেন্দ্রে বাইরে গিয়ে এই ধরনের কাজ করতে পারল,তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষামহল।

স্থানীয় সূত্রে খবর,স্কুলের পেছনের একটি নির্দিষ্ট জায়গায় ছাত্ররা গিয়ে টুকলি মিলিয়ে নিচ্ছিল,যা ক্যামেরায় ধরা পড়েছে।

অভিভাবকদের অভিযোগ,যদি কেন্দ্রের ভেতর নজরদারি ঠিকমতো চলত,তাহলে এই ঘটনা ঘটত না।

এবিষয়ে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে,প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কি পদক্ষেপ নেবে,সেটাই এখন দেখার।