মহরমের শোভাযাত্রা চলাকালীন দুর্ঘটনা, গুজরাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, আহত অন্তত ২২

51

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুলাই, আমদাবাদঃ মহরমের শোভাযাত্রা চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২। আহত অন্তত ২২। গুজরাটের রাজকোট জেলার রসুল পাড়া এলাকার ঘটনা। মৃতরা হলেন জুনায়েদ মাজোঠি (২২) এবং সাজিদ সামা (২০)।

জানা গিয়েছে, শনিবার বিকেলে এক দল মানুষ মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে বেরিয়েছিলেন। শোভাযাত্রা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাঁরা। আচমকা রাস্তার উপরে বিদ্যুতের হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে আসে তাজিয়া। সঙ্গে সঙ্গে শোভাযাত্রার অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ২২ জন।

অন্যদিকে, শনিবার সকালেও ঝাড়খণ্ডের বোকারোতে তাজিয়া নিয়ে পদযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় চারজনের। গুরুতর আহত হন আরও ১০ জন। জানা গিয়েছে পবিত্র মহরম উপলক্ষ্যে বোকারোর খেটগো এলাকায় বেরিয়েছিল তাজিয়া।

সেই সময় হাইটেনশনের খোলা তার এসে লাগে মহরমের জন্য তৈরি লোহার রডে পেঁচানো মুসলিমদের পতাকায়। তাদের বিদ্যুৎস্পৃষ্ট হন একাধিক। জানা গিয়েছে, ওই হাইটেনশন তারে বিদ্যুতের ভোল্ট ছিল প্রায় ১১ হাজার। এই অবস্থায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।