ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ

0
13

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ অগাস্ট, নয়াদিল্লিঃ ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। শনিবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। উৎসস্থল ছিল হিন্দুকুশ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। যার প্রভাবে কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত ছাড়াও, দিল্লি-এনসিআর, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও সংলগ্ন এলাকায়। ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উত্তর ভারতে।

শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ কম্পন অনুভূত হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে। আতঙ্কিত হয়ে পড়েন দিল্লির বাসিন্দারা। বহুতল আবাসন থেকে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন সকলে। রাস্তায় লোকজনের ভিড় জমে যায়। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি

উল্লেখ্য, শনিবার সকালেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গুলমার্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here