খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অগাস্ট, কলকাতাঃ মৃদু ভূমিকম্পে কাঁপল কলকাতা। কম্পন অনুভূত হয়েছে উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের একাধিক জেলাতেও। কম্পনের উৎসস্থল বাংলাদেশের সিলেট। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৫.৪। এদিনের ভূমিকম্পের ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতের খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইটারে জানানো হয়েছে, এদিন রাত ৮টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। কলকাতা ও বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনা জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে এদিন রাতে। এর পাশাপাশি উত্তর পূর্বের জেলাগুলিতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।
মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্বের বেশ কিছু জায়গায় ভূমিকম্প হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সিলেটের কাছে কানাইঘাটের আশপাশে। বাংলাদেশ ও ভারত ছাড়াও ভূটান ও মায়ানমারের কিছু কিছু জায়গাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। উল্লেখ্য, এর আগে জুন মাসেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। সেই বারও ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সিলেটের কাছেই।