খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি, নয়াদিল্লি: সাতসকালে কাঁপল রাজধানী। সোমবার ভোর ৫টা ৩৬ নাগাদ তীব্র ভূকম্পন অনুভূত হয় নয়াদিল্লি- সহ সংলগ্ন অঞ্চল ও উত্তর ভারতের বেশ কিছু এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪। তবে কম মাত্রার ভূমিকম্প হলেও ভালোরকম কম্পন অনুভব করেছেন দিল্লিবাসী। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া।
মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীর ছিল ভূ- কম্পনের কেন্দ্রস্থল। কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছিল। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দিল্লীবাসীরা জানিয়েছেন, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দ শোনা গিয়েছিল। তাঁদের দাবি, গত ২৫ বছরে দিল্লিতে এই ধরণের কম্পন অনুভূত হয়নি। আমজনতার অনেকেই ভেবেছিলেন, হয়তো অনেক বেশি মাত্রার কম্পন হয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, কম্পনের মাত্রা কম হলেও সেটা তৈরি হয়েছে ভূপৃষ্ঠের খুব কাছে। তার জেরেই বেশি কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও সেভাবে আফটার শক অনুভব করতে পারেননি দিল্লিবাসী। সোমবার দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছিল আগরা, হরিয়ানা- সহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল।
এহেন পরিস্থিতিতে সকলকে শান্ত এবং সতর্ক থাকতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দিল্লি-সহ আশেপাশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তাই সকলকে শান্ত থাকতে অনুরোধ করছি। আফটার শক হতে পারে তাই সতর্ক থাকুন, সুরক্ষিত থাকতে যথাযথ নিয়মাবলি পালন করুন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।’